কার্তিকের জন্য বাড়ির সামনে ১৫ দিন, সাক্ষাতের পর যা করলেন তরুণী




সোনু কি টিটু কি সুইটি’ ছবির সাফল্যর পর রাতারাতি তারকা বনে গেছেন কার্তিক আরিয়ান। বলিউডের এ নয়া তারকার জন্য এখন পতৌদি নবাব পরিবারের মেয়ে সারা আলী খান থেকে শুরু করে ভারতের অনেক তরুণীই পাগল।
তবে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তার জন্য হয়ত কার্তিক মোটেও প্রস্তুত ছিলেন না। এ তারকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এক তরুণী তার বাড়ির সামনের টানা ১৫ দিন ধরনায় বসেন।
কার্তিকের সঙ্গে ওই তরুণীর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ওই তরুণী কার্তিকের সামনে হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণী কলেজে না গিয়ে কার্তিকের বাড়ির সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকে রাত হলে বাড়ি ফিরে যেতেন। টানা ১৫ দিন এভাবেই চলার পর অবশেষে কার্তিকের দেখা পান তিনি। পরে কার্তিক ওই তরুণীকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে তার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্পও করেন। তারপর বাইরে বের হয়ে আসার পর তরুণী রাস্তার মধ্যেই হাঁটু গেড়ে বসে কার্তিককে বিয়ের প্রস্তাব দেন। তখন কার্তিক ‘কী করছ, কী করছ’ বলে তরুণীর হাত ধরে দাঁড় করান। অগত্যা কার্তিকের সঙ্গে শুধু সেলফি তুলেই বাড়ি ফিরতে হয় ওই তরুণীকে।
কিছুদিন আগে কার্তিক এক সাক্ষাৎকারে জানান, তার মা প্রায়ই এ ধরনের অনেক ফোন রিসিভ করেন, যেখানে তার ছেলের বিয়ের প্রস্তাব দেওয়া হয়।
এদিকে বলিপাড়ায় শোনা যাচ্চে, কার্তিক আপাতত নবাব কন্যা সারাতেই মজে রয়েছেন।
প্রসঙ্গত, খুব শিগগিরই ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল-২’ ছবিতে সারা ও কার্তিককে একসঙ্গে দেখা যাবে।

Post a Comment

0 Comments