কুমিল্লার পিঁয়াজের বাজারে অস্থিরতা দেখা গেছে। ১৫ দিনের ব্যবধানে কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। নগরীর রাজগঞ্জ, নিউমার্কেট ও চকবাজার ঘুরে দেখা যায়, খুচরা পিঁয়াজ ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজগঞ্জ বাজার থেকে তিন কেজি পিঁয়াজ কিনেছেন আবু হাসান। তিনি একটি এনজিওতে চাকরি করেন।
তিনি জানান, ১৫/১৬দিন আগে ২৬ টাকা কেজি দরে পিঁয়াজ কিনেছেন। এক সপ্তাহ পরেই হুট করেই পিঁয়াজের দাম বেড়ে গেছে। কেজি প্রতি ২২ টাকা বেড়ে গেছে। গত বছর নভেম্বর ডিসেম্বরে সিন্ডিকেটের কবলে পড়েছিলো পিঁয়াজের বাজার। এবারও বছরের শেষে এসে আবারো পিঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।
নগরীর রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী রনি স্টোরের ব্যবসায়ী শাহাদাত হোসেন রকি বলেন, আজ বিক্রি করছেন ৪৮ টাকায়। ভারতে নাকি বন্যা হয়েছে। যাদের আগের কেনা তারা কম বিক্রি করছে। শুনেছি দাম নাকি আরো বাড়বে।
নগরীর কাপ্তান বাজার এলাকার শুভেচ্ছা ডিপার্টমেন্টাল স্টোরের পরিচালক মো. টিপু সুলতান বলেন, গত সপ্তাহে ২৮ টাকা দরে পিঁয়াজ বিক্রি করেছি। এখন বিক্রি করছি ৪৫ টাকা দরে। বেশি দামে বিক্রি করেও লাভ কম। ক্রেতাদের সাথে বাড়তি কথা বলতে হচ্ছে।
পাইকারি বাজারে পিঁয়াজের দামের বিষয়ে নগরীর চকবাজারের আড়ৎদার শ্রী-গুরু বাণিজ্যালয়ের ম্যানেজার বিনয় চন্দ্র দত্ত জানান, বিভিন্ন কারণে পিঁয়াজের দাম বেড়েছে। তবে যেসব কারণে পিঁয়াজের দাম বেড়েছে তা আমাদের কাছে স্পষ্ট নয়। কেউ বলেন ভারতে বন্যা হয়েছে। তবে আমরা যা দেখছি তা হলো আমাদের চাহিদা মোতাবেক ভারত থেকে পিঁয়াজ আসছে না।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম বলেন, পিঁয়াজের মূল্য নিয়ে আমরা গত চারদিন ধরে কুমিল্লায় কাজ করছি। মাঠে গিয়ে দেখলাম কুমিল্লার বাজারে কোন কারসাজি হচ্ছে না। তারা বেশি দামে ক্রয় করায় বিক্রিও করছে বেশি দামে। এখানে কারসাজি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0 Comments